ট্রাক্টরের চাঁপায় দুই পা সহ শরীরের খাদ্যনালী ও মুত্রথলি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত , পরিবারের মানবিক সাহায্যের আবেদন

0
166

নিজস্ব প্রতিনিধিঃ-মো: সাজেদুল ইসলাম খান সাচ্চু এর পুত্র সন্তান রাফি খান (৯) তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত। সে গত ২৫/১১/২০২১ইং তারিখে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক্টরের চাঁপায় তার দুই পা সহ শরীরের খাদ্যনালী ও মুত্রথলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎস্যার জন্য খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটি এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেড নং-২৭০ ওয়ার্ড নং-১১৩ অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

রাফি খান (৯)

শিশুটির শরীরে ছোট-বড় ২০টি অপারশেন হয়ছেে তাঁর সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে ৩০-৪০ লক্ষ টাকা প্রয়োজন। তাই আমি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য কামনা করছি।বিনীত নিবেদক,মো: সাজেদুল ইসলাম খান সাচ্চু,গ্রাম: বি-মীর্জাপুর, উপজেলা: খোকসা, জেলা: কুষ্টিয়া,ব্যাংক সঞ্চয়ী হিসাব নং- এফ ২৩২৯, ইসলামী ব্যাংক শাখা কুমারখালী,র কুষ্টিয়া,বিকাশ নম্বর (ব্যক্তিগত) : ০১৯৪০২০৬৮৯০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে