ঢাকা মিরপুর বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ এ ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার ফোরাম নেতৃবৃন্দের সাথে বাবেশিতৃশ্রেকপ এর নেতৃবৃন্দের ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নেতৃবৃন্দের সাথে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার ফোরামের উভয়ের দাবীর ব্যাপারে দীর্ঘক্ষন আলোচনা হয়। কিছু মৌলিক দাবির মিল থাকায় উভয় সংগঠনের নেতারা বৈষম্য থেকে মুক্তির জন্য দাবি আদায়ে একযোগে কাজ করার অঙ্গিকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান এবং অর্থ সম্পাদক জনাব তরিকুল ইসলাম, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব কার্তিক সরকার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সোলায়মান হোসেন প্রামাণিক।নেতারা কর্মচারীদের বেতন বৈসম্য দূরীকরনসহ উভয় পক্ষের দাবী আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন।দাবী আদায়ের আন্দোলন কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে মতামত দেয়।সামনে যে কোন আন্দোলন কর্মসূচিতে উভয় সংগঠনের নেতারা একে অপরের পাশে থাকবেন।উভয় সংগঠনের নেতারা দাবী আদায়ে রাজপথ ও সরকারের উচচ মহলের সাথে আলোচনা চলমান রাখবেন বলে জানা যায়।