নিজস্ব প্রতিনিধিঃ-১৫ আগস্ট, ২১ আগস্ট হত্যাকারী দুর্নীতিবাজ আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের পক্ষ অবলম্বনকারী যে হউন না কেন বঙ্গবন্ধুর বাংলায় ঠাই নাই দাবী জানিয়ে আজ ৬ জুন ২০২২ বিকাল ৫ ঘটিকায় মেহেরবা প্লাজা ১৫ তলা তোপখানা রোড, ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদুত ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, সম্বিলিত নাগরিক পার্টির সভাপতি এ্যাডভোকেট মেনুয়াল সরকার, নাগরিক ফোরামের সভাপতি শহীদুন্নবী ডাবলু, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খায়রুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। এই বাংলাদেশের আদর্শ ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আইনের শাসনের খুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়ন মেনে নিতে পারি নাই তারাই ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। পরবর্তীতে ২০০৪ সালে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা চালায় বিএনপির তারেক রহমান। ইহা বাঙালি জাতি মেনে নিতে পারে নাই। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বকে গ্রহণ করেছে এবং মেনে নিয়েছে। কিন্তু আজ দুঃখের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত পালিত কিছু সংখ্যক লোক ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকারী দুর্নীতিবাজ টাকা সাদাকারী দুর্নীতিতে আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের পক্ষ অবলম্বন করিতেছে। ইহা বাঙালি জাতি মেনে নিবে না। আগামীতে যদি এই ঘাতকদের পক্ষ অবলম্বন করে তাহলে বাঙালি জাতি আবার ঐক্যবদ্ধ হয়ে দাতভাঙ্গা জবাব দিবে।