নিজস্ব প্রতিনিধিঃ-বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে আজ ৫ জুন ২০২২ বিকাল ৫ ঘটিকায় মতিঝিল ওয়াক্ফ মসজিদ ও মাদরাসা প্রাঙ্গনে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
আলোচনায় অংশ গ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান, নাগরিক ফোরামের সভাপতি শহীদুন্নবী ডাবলু, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

সভাপতির ভাষনে এম এ জলিল বলেন পরিবেশ দিবসে আমাদের শপথ হউক দেশ থেকে পলিথিন রাবার পয় বর্জ্যমুক্ত করার লক্ষ্যে জাতীয় বাজেটে বরাদ্দ চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি আরো বলেন ঢাকা শহরকে উন্নত সমৃদ্ধ ভালো পরিবেশের শহর গড়তে হলে ঢাকা শহরের ৪টি নদীকে রক্ষা করতে হবে। বিশেষ ভাবে নাব্যতা বজায় রেখে গোলাকার সড়ক, নৌ-রেল পথের জন্য বাজেটে বরাদ্দ দিতে হবে এবং অতিসত্তর কাজ আরম্ভ করতে হবে। দেশকে দারিদ্রমুক্ত উন্নত পরিবেশের গড়তে হলে ৪ কোটি বেকার যুবকদেরকে ৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বাজেটে বরাদ্দ রাখতে হবে। এই বরাদ্দের মাধ্যমে দেশে কর্মসংস্থান বাড়বে, কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ হবে দারিদ্রমুক্ত।
এম এ জলিল আরো বলেন- পরিবেশ দিবসে আমাদের শপথ হউক দেশের মাটি ও পানি পলিথিন মুক্ত করব। এজন্য সারা বাংলাদেশে অল্প বেতনে পলিথিন সংরক্ষণ কর্মী নিয়োগ দিতে হবে। এই কর্মীরা পলিথিনগুলোকে সংরক্ষণ করবে এবং পোড়ানের মাধ্যমে পেট্রোল তৈয়ার করার ব্যবস্থা নিবে। দেশ পরিবেশ উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী মাটি, পানির জীবন রক্ষা করার লক্ষ্যে সকল স্তরে পলিথিন রাবার পয়বর্জ্য সহ সকল বর্জ্য উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে পরিবেশ বান্ধব করতে হবে। তবেই স্বার্থক হবে আজকের পরিবেশ দিবসের আলোচনা সভা এবং বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্খীত বাংলাদেশ গড়া।