পৌর নির্বাচন: ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল

0
120

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, গত বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে প্রচারণায় হামলা, মারপিট ও আহত করেন আব্দুল খালেকের সমর্থকেরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা এ ধরনের কাজ করায় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করায় আইনের ৩২ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করা হয়। ২৯ মে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে একজন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এক সভায় আচরণবিধি মেনে চলার মৌখিক অঙ্গীকার করেন প্রার্থীরা।

আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের এ সংবাদ টিভি চ্যানেলগুলোতে প্রচারের পর পর বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা। শহরের বিভিন্ন স্থানে মানুষ এ বিষয়ে জটরা করে সর্বশেষ অবস্থা জানান চেষ্ঠা করছে। আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক বলেন, ‘তিনি নির্বাচন কমিশনের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।’ এদিকে শহরের বিভিন্ন স্থানে পুলিলশ মোতায়েন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে