নিজস্ব প্রতিনিধিঃ-গতকাল ৩৭১ নং উত্তর কৈডোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম মিটিং সম্পন্ন হয়েছে।মিটিং এ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম সহ-সভাপতি ও বাবেশিপ্রতৃশিকপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা শিক্ষক প্রতিনিধি শাহিনুর আলম সহঃশিক্ষক সোলায়মান হোসেন অভিভাবক সদস্য কনিকা শাহনাজ সদস্য হারুন অর রশিদ হারুন সহ অনেকে।

সহ সভাপতি জাফর আলী বলেন বিদ্যালয় হচ্ছে ছাত্র ছাত্রীদের মেধা তৈরীর কারখানা।আর এই কাজটি করেন আমাদের শিক্ষক মহোদ্বয়গন। জ্বরেপড়া ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মুখী করার প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার বিভিন্ন দিক নির্দেশনা দেয়। সরকারি বরাদ্দকৃত টাকা দিয়ে দ্রুতই বিদ্যালয় মেরামতের ব্যবস্থা নিতে প্রদান শিক্ষককে অনুরোধ করা হয়।সভাপতি মহোদ্বয় তার বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষা হল একটা শিশুর জন্য মুল বুনিয়াত।বিদ্যালয়ে সার্বিক উন্নতি করার আশ্বাস দেয়।অভিভাবক সদস্য কনিকা শাহনাজ বেগম বলেন আজকের শিশুরাই আমাদের ভবিষ্যত।তাই তাদের প্রতি আমাদের যত্বশীল হওয়া উচিত।