বৈষম্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে কলম ধরেছিলেন কবি নজরুল……জাতীয় স্মরণমঞ্চ

0
80

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় স্মরণমঞ্চের আয়োজনে নজরুল জয়ন্তি পালন।বুধবার (২৫ মে) সকাল ১০টায় জাতীয় স্মরণমঞ্চের কার্যালয়ে বাংলাভাষার বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।‍ ‌‌‍‍‌‌‌’বিদ্রোহী নজরুল’-শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, নজরুলের জাতীয় ও আন্তর্জাতিক চেতনার মূল সূত্র ছিল ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই/ নহে কিছু মহীয়ান’। মানুষের প্রতি অপরিসীম দরদ থেকেই কবি মানুষকে নিয়ে ভেবেছেন, মানুষকে সকল বন্ধন থেকে মুক্তি দিতে জীবনের জয়গান গেয়েছেন।

সকল বৈষম্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি কলম ধরে, লিখেছেন—’মহা-বিদ্রোহী রণক্লান্ত/আমি সেইদিন হবো শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না/ অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না/ বিদ্রোহী রণক্লান্ত…’জাতীয় স্মরণমঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুলের অপরিহার্যতা ও আগামী দিনের ভাবনা নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাহী সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্মরণমঞ্চের সহ-সভাপতি মোহাম্মদ আলী, স্মরণমঞ্চের যুগ্ম-সম্পাদক কবি ও সাংবাদিক হুমায়ুন কবির, স্মরণমঞ্চের যুগ্ম-সম্পাদক আশ্রাফুর রহমান ফারুক, জাতীয় স্মরণমঞ্চের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পৃথিবীর নির্বাহী সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক এইচ এম জামাল উদ্দিন, মোঃ রেজাউল করিম প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে