মালিক সমিতির সকল ষড়যন্ত্র বানচাল করার মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন

0
109

নিজস্ব প্রতিনিধিঃ-আজ ২৩ মে ২০২২ইং রোজ সোমবার সকাল ১০ টায় বনানীস্থ বিআরটিএ প্রধান কার্যালয়ে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ঢাকাস্থ সি.এন.জি অটোরিক্সা মালিক কর্তৃক ঐক্য পরিষদ গঠন করে সি.এন.জি অটোরিক্সার জমা বাড়ানোর পায়তারা ও চালকদের নামে বরাদ্দকৃত ৫ হাজার গাড়ী দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মহানগরী থেকে বিভিন্ন গাড়ী উচ্ছেদের ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিআরটি’এর চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আঃ জাব্বার ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, নজরুল ইসলাম, রুহুল আমিন, নূর মোর্শেদ, মাহাবুব, বাদল আহমেদ, মনির হোসেন, মন্টু মিয়া-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মালিক ও মালিক সমিতির নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন- সিএনজি অটোরিক্সার জমা ৯০০ টাকার বেশী আইন করে অথবা বেআইনী কোনভাবেই নেওয়া যাবে না। ঢাকায় চালকদের নামে ৫ হাজার সিএনজি অটোরিক্সা না দেওয়া পর্যন্ত মহানগর হতে কোন প্রকার থ্রী-হুইলার চলাচল বন্ধ/উচ্ছেদ করা যাবে না। গ্যারেজ ভাড়ার নামে প্রতিদিন ৫০ টাকা করে চালকদের নিকট থেকে আদায় করা হয়। যা অন্যায়- এই অন্যায় অবিলম্বে বন্ধ করতে হবে। কথায় কথায় পুলিশী নির্যাতন ও রেকারিং বন্ধ করতে হবে। রোগ টেস্টের নামে বিআরটিএ কর্তৃক চালকদের হয়রানি বন্ধ করতে হবে।স্মারকলিপি প্রদান শেষে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় খুব দ্রুতই এই সমস্যা সমাধানের আশ^াস দেন।বক্তারা মালিক সমিতির সকল ষড়যন্ত্র বানচাল করার মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলনে শরীক হওয়ার জন্য সিএনজি অটোরিক্সা শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং মালিক সমিতি কর্তৃক অবৈধ ধর্মঘট রুখে দাঁড়ানোর আহ্বান জানান শ্রমিক নেতৃবৃন্দ। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে