ফরিদপুরে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

0
80


নিজস্ব প্রতিনিধি:-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার ছয় শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। আজ শনিবার দুপুরে শহরের ভাঙা রাস্তার মোড়ে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এরমধ্যে ছিলো পোলার চাল,সেমাই,চিনি,গুড়া দুধ,ঘি ও লবন। যশোদার পক্ষে গরিব অসহায়দের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (অব) নূর মোহাম্মদ বাবুল । এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ,

জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, বীর মুক্তিযোদ্ধা পি.কে সরকার ও বীর মুক্তিযোদ্ধা তৈয়বুজজামান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিত কুন্ডু, শংকর সাহা, অনুপ সাহা প্রমূখ।ড. যশোদা জীবন দেবনাথের নিজস্ব অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে গরীবের ঈদ সামগ্রীর চাহিদা কিছুটা হলেও পূরন হবে বলে মনে করছেন সাধারন মানুষ।এর আগে গত শনিবার ও বৃহস্পতিবার ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদের নতুন কাপড় ও ঈদ সামগ্রী পোলাউ চাউল, সেমাই, তেল, চিনি, গুড়া, দুধ, ঘি ও লবণ বিতরণ করা হয়।এ বিষয়ে যশোদা জীবন দেবনাথ বলেন, গরিবের প্রতি আমার ভালবাসা ভাললাগা বহুদিনের। আমি সবসময়ই চেষ্টা করি সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে। মনের টান থেকেই তাদের ঈদ সামগ্রী ও নতুন পোশাক দিয়েছি। অন্যান্যদেরও অনুরোধ করবো আপনারও অসহায়দের পাশে দাঁড়ান। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে