নিজস্ব প্রতিনিধি:২০ এপ্রিল ২০২২ বুধবার বিকাল ৩ টায় শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এম.এ ছিদ্দিক মিয়া, সভাপতি, ঢাকা মহানগরী বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ।
সভাপতির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন, বৈষম্যে জর্জরিত প্রাথমিক শিক্ষা। বিশেষ করে সারাদেশের বেসরকারি, সরকারি হাইস্কুলের প্রাথমিক শাখা, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সাথে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুবান্ধব সময়সূচি সরকারি প্রাথমিক শিক্ষার অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন।প্রাপ্ত সংবাদে জানা যায় সারাদেশে বিদ্যালয় ছুটির পর সংশ্লিষ্টদের ওপর সৃষ্টিকর্তার রহমত বর্ষণের দোয়া অনুষ্ঠান পালন করা হয়।