ঢাকা কলেজে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

0
109

নিজস্ব প্রতিনিধি:ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কলেজে অবস্থান নিয়েছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টার কিছু পরে সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে আসেন তারা।এ সময় তারা স্লোগান দিতে থাকে—‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ঢাকা কলেজ ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘ডাইরেক্ট একশন’।

মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা কলেজের প্রধান গেটে অবস্থান নিলেও পরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা।এ সময় একজন শিক্ষার্থী জানান, ছাত্রদের ওপর হামলার বিচার চাই আমরা। বিচারের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে