সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত উদ্যোক্তারা তাদের চাকুরী স্থায়ী করার দাবিতে মানববন্ধন

0
67

নিজস্ব প্রতিনিধি:১৬ এপ্রিল রোজ শনিবার সকাল ১১ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত উদ্যোক্তারা তাদের চাকুরী স্থায়ী করার দাবিতে মানববন্ধন হয়   হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে ২০১০ সালে সারা দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেন। কিন্তু ইউনিয়ন ডিজিটার সেন্টার কর্মরত উদ্যোক্তারা বিগত ১১ বছর থেকে নিজের আয়ের উপর নির্ভরশীল। তাদের চাকুরী চেয়ারম্যান ইচ্ছে করলেই বাদ দিতে দিতে পারে। সারা দেশে অনেক জায়গায় উদ্যোক্তারা চেয়ামান ও স্থানীয় রাজনীতিবিদদের দ্বারা বিতাড়িত হয়েছে।

সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তারা তাদের চাকুরী স্থায়ী চায়। ১৯৭২ সালের পর থেকে অমাবধি পর্যন্ত সারা দেশের যত প্রকল্প নিয়োগ হয়েছে তাদের চাকুরী বেতন স্কেল ও প্যাকেজ বেতন নিয়োগ হয়ে রাজস্বখাতে স্থানারিত হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কোন নিয়ম অনুসরণ হয়নি। বিগত ১১ বছর যাবত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা এটুআই প্রোগ্রামকে অনুরোধ করলেও তাদের স্থায়ী কোন সমাধান না দিয়ে বরং সরকারের কাছে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে বছর পর বছর।এমতাবস্থায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলি প্রায় বিলুপ্তির পথে তাই সারা বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত উদ্যোক্তারা তাদের চাকুরী স্থায়ী চায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে