পিরোজপুরে দুইকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ আটক এক জন আটক

0
122

নিজস্ব প্রতিনিধি ঃপিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮ বরিশাল। আজ রোববার (১০ এপ্রিল) সন্ধা ৭ টার সময় নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদার নামে একজনকে আটক করে র‌্যাব।

উত্তম হালদার (২৯) নাজিরপুর উপজেলার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা। র‌্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের প্রস্থতি চলিতেছ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে