৫ দফা দাবীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন

0
90

নিজস্ব প্রতিনিধি:-পেশাগত উন্নয়ন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ বগুড়া জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া জেলায় বেতন গ্রেড পরিবর্তন সহ ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ।

স্বাধীনতার পর থেকে অদ্যাবধি অবহেলা ও বঞ্চনার শিকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পেশাগত উন্নয়ন, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছেন।

এর ধারাবাহিকতায় ২২ মার্চ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবিগুলো হলো-

১. করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।

২. পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়নের কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

৩. শিক্ষা মন্ত্রণালয় প্রকৃত চাকুরী বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে।

৪. শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতি ব্যবস্থা করতে হবে।

৫. সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে