স্বাধীনতার সুফল পেতে স্বীয় দায়িত্ব সততার সাথে পালন করতে হবে ………. লায়ন গনি মিয়া বাবুল

0
108

নিজস্ব প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যেককে স্বীয় দায়িত্ব সততার সাথে পালন করতে হবে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে বহু বছরের ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম, আন্দোলন, শোষণ ও বঞ্চনা ইতিহাস। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। তিনি আরো বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে।

ন্যাপ ভাসানীর উদ্যোগে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মাওলানা ভাসানীর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ কনজারভেটিব পার্টির সভাপতি মোঃ আনিসুর রহমান দেশ ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি
কাজী মাসুদ আহমেদ। আলোচনা সভায় ন্যাপ ভাসানীর নেতাকর্মী ছাড়াও সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে