নিজস্ব প্রতিনিধি ঃ22 শেষ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় আই এম টিভি একাডেমি প্রাঙ্গণ সিডিসি সমস্যা সমাধান জন্য। বর্তমানের অধ্যায়নরত শিক্ষার্থীদের মানববন্ধন করেছে।শুরুতে কিছু কথাঃ CDC কেন দরকার? 11. Diploma in Engineering Marine Technology তে পড়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হল বিদেশগামী বানিজ্যিক জাহাজে চাকুরী করা।২. বিদেশগামী বানিজ্যিক জাহাজে / Merchant Ship এ চাকুরী করতে Continuous Discharge Certificate প্রয়োজন।
২০১০ সাল থেকে Department of Shipping আমাদের CDC এর জন্য No Objection Certificate প্রদান করছে না।CDC এর জন্য No Objection Certificate (NOC) কেন দিচ্ছে না? নৌ বানিজ্যিক অফিসার সনদায়ন বিধিমালা ২০১১ তৈরির আগে Department of Shipping ১৯৮৮ সনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে DME ছাত্রদের NOC জারী করত। কিন্তু বিধিমালা ২০১১ প্রকাশ করার মাধ্যমে প্রি-সী প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। মূলত প্রি-সী প্রশিক্ষণ যারা কখনো জাহাজ দেখে নাই বা জাহাজ নিয়ে পড়াশোনা করে নাই তাদের জন্য প্রয়োজন। কিন্তু আমরা ০৪ বছর ধরে শুধুমাত্র জাহাজের Engine বিভাগ নিয়ে লেখা পড়া করছি। তাই আমাদের প্রি-সী প্রশিক্ষণ প্রয়োজন নেই। এছাড়াও Diploma in Marine Technology International Convention STCW f রেখে তৈরি করা হয়েছে বিধায় শুধুমাত্র ০৬টি শর্ট কোর্স সম্পন্নের মাধ্যমে আমরা Engine Cadet CDC পেতে পারি। এছাড়াও মেরিন ইলেকট্রো টেকনিক্যাল অফিসার হবার জন্য ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সুযোগ প্রদান করা হয়েছে। কিন্তু আমরা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া শর্তেও নৌ পরিবহন অধিদপ্তর বিভিন্ন বিধিনিষেধ তৈরি করে আমাদের CDC অধিকার থেকে বঞ্চিত করছে।
BNQF Level অনুসারে একজন HSC ব্যক্তির অবস্থান Level-5 এ এবং Diploma Engineer দের অবস্থান Level-6 4 Level-5 এ অবস্থান করা ব্যক্তি জাহাজে যেতে পারলেও স্বীকৃতি Diploma in Engineering Marine Technology থেকে পাশকৃত Engineer দের সুযোগ দেওয়া হচ্ছে না। যা দেশ বিরোধী সিদ্ধান্ত বলেই প্রতীয়মান।শেষ কথাঃ যেহেতু Department of Shipping এর ১৯৮৮ সালের প্রজ্ঞাপনই প্রমান করে যে আমরা CDC পাওয়ার যোগ্য। সেহেতু পূর্বের পাশকৃত এবং বর্তমান, ভবিষ্যতে যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন IMT থেকে Diploma in Engineering Marine Technology থেকে পাশ করবে, তাদেরকে যথদ্রুত কোনো প্রকার শর্ত ব্যতীত Engine Cadet CDC প্রদান করার দাবী জানাই। দাবী বাস্তবায়ন না হলে ক্লাস বর্জন থেকে শুরু করে কঠোর কর্মসূচি পালন করা হবে।
