৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২২ শুভ উদ্বোধন

0
103

ডেক্স রিপোর্টঃ ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২২, ৩ মার্চ মধ্যাহ্নের পর দ্বিতীয় পর্বের সেমিনার উদ্বোধন হয় বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পরিষদের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রধান উপদেষ্টা শিশুসাহিত্যিক কবি আসলাম সানী’ র কবিতা “মুখে বাংলাভাষা বুকে বাংলাদেশ ” শিরোনামে কবিতার মধ্যদিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। মূল আলোচক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন , আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম, পশ্চিমবঙ্গ পাবলিশার্স বুক সেলার্স গিলটি এর সাধারণ সম্পাদক শ্রী ত্রিদ্বীপ কুমার চট্টোপাধ্যায়, দে’জ পাবলিশার্স এর শ্রী সুধাংশু শেখ দে। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাংলা একাডেমির সভাপতি ও কথাশিল্পী সেলিনা হোসেন, কবি ও লেখক কামাল চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কবি অধ্যাপক ইনামুল হক, বিশিষ্ট আবৃত্তিকার ডঃ শাহাদাত হোসেন নিপু, কবি শিহাব শাহরিয়ার, কবি অমিত ঘোষামী সহ ভারত-বাংলাদেশের অনেক গণ্যমান্য কবি লেখক সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট আবৃত্তিকার রুপা চক্রবর্তী। পুরো অনুষ্ঠান জুড়েই ভারত-বাংলাদেশের সাহিত্য-সাংস্কৃতিক এই মেলবন্ধনে অনেক গুণী জন উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রাণবন্ত করে তুলেছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে ও বাংলাদেশ সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে