নিজস্ব প্রতিনিধি :- বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, টেকসই উন্নয়নের জন্যে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। বর্তমান সরকার মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে আসছে। ফলে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানে বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১১ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘মুজিববর্ষে স্বাধীনতা উৎসব-উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজাহারুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা এম এ বাবর, খন্দকার সুমন প্রমুখ। প্রধান আলোচক হিসাবে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মানবাধিকার সুনিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেকে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আলোচনা শেষে সংগঠনের উপদেষ্টা প্রয়াত ভাষা সৈনিক আব্দুল জলিল ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হাসেম বাঙালির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।