নিবন্ধনধারীদের প্যানেলে নিয়োগের দাবীতে প্রেসক্লাবের সামনে আমরন অনশন

0
123

নিজস্ব প্রতিনিধি :- ৯ই মার্চ ২০২২ সকাল ১০ ঘটিকায় নিবন্ধনধারীদের প্যানেলে নিয়োগের দাবীতে প্রেসক্লাবের সামনে আমরন অনশনে নামছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক সংগঠনপ্যানেল ভিত্তিক নিবন্ধনধারীদের নিয়োগের দাবীতে আগামী বুধবার আমরন অনশনের ঘোষণা দিযেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ আমরন অনশন অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয় আমরন অনশনে তাদের তিন দফা দাবী মেনে না নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে।

আগামীকাল বুধবার ০৯/০৩/২০২২ ইং তারিখে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা বাংলাদেশের নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিতদের অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়। সংগঠনের দাবীগুলোর মধ্যে রয়েছে-এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকুরী প্রত্যাশীদের কোটাবিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে।সকল নিবন্ধনধারীদের নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে। ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলীর ব্যবস্থা করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে