আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
80

নিজস্ব প্রতিনিধি ঃটেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” স্লোগানে নারী ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে নারী ঐক্য পরিষদের সভাপতি সংসদ সদস্য লুৎফুন নেসা খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী শিউলী সিকদার, তাসনিমা রেজাসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা।আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। দেশে নারীদের অধিকার ও কর্মসংস্থানও বেড়েছে। একসময়ে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল আজ সেই নারীরা বঞ্চিত নেই। প্রধানমন্ত্রীর সুনজরে নারীরা সর্বক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে। অন্যন্য দেশের মতো বাংলাদেশও নারীদের উন্নয়ন হয়েছে।বক্তারা আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের যাত্রায় নারীদের অবদান ও ক্ষমতা চোখে পড়ার মতো। এজন্যই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিনত হয়েছে। শিক্ষা খাতে নারীদের উন্নয়ন হয়েছে। দেশে ১৫ বছর বয়সের নারীদের স্বাক্ষরতা শতকরা হার এখন ৪০ শশতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে