নিজস্ব প্রতিনিধি:১ মার্চ ২০২২ মঙ্গলবার বিকালে শহীদ সোহরাওয়ার্দী উন্মুক্ত মঞ্চে বিশিষ্ট লেখক ও গবেষক নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলামের সুশিক্ষার্থীর প্রতিচ্ছবি বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্বার কবি নুরুল হুদা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আসলাম সানি, বিশিষ্ট গবেষক প্রফেসর আব্দুল কাইয়ুম শিশির, জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট কলম সৈনিক লিয়াকত আলী খান, প্রফেসর মো. আতিকুল ইসলাম, প্রফেসর খাদেম রসুল সরকার, প্রফেসর মইনুল ইসলাম মিরু, প্রফেসর কামাল বাকাউল, সহকারি প্রফেসর সজীব মিয়া, শরীফুল ইসলাম, মেঘনা পাবলিকেশনের প্রকাশক আবুল হোসাইন-সহ নরসিংদী মডেল কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জাতিসত্বার কবি নুরুল হুদা বলেন, অত্যন্ত বিনয়ী ও মেধাবী মো. কামরুল ইসলাম এর আগেও তার স্মৃতিকথা বইয়ের মোড়ক উন্মোচন করার সুযোগ হয়েছিল তার দ্বিতীয় বইটি সুশিক্ষার্থীর প্রতিচ্ছবি আমি মোড়ক উন্মোচন করতে পেরে আনন্দিত। আমি বিশ^াস করি এই বইটি শিক্ষার্থীদের ব্যাপক কাজে লাগবে এবং অভিভাবকরাও সংগ্রহ করে তাদের সন্তানদেরকে বইটি উপহার দিতে পারবে।বইটি প্রকাশ করেছে মেঘনা পাবলিকেশন্স।এর আগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসমা সরকারের একটি বই অপারগ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ভিসি প্রফেসর ড. আক্তারুজ্জামান। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, লেখক আসমা সরকারসহ অন্যান্য লেখক।