হযরত কেবলা শাহ্ আহসানুল্লাহ (রহঃ) এর ১৫২তম ওরশ মোবারক সম্পন্ন

0
121

নিজস্ব প্রতিনিধি:১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার সারা রাত্রব্যাপি ঢাকা রাজধানীর ৪৭ শাহ্ সাহেব লেন, শাহ্ সাহেব বাড়ী নারিন্দা মশুরীখোলা দরবার শরীফে ইসলামের ত্রয়োদশ শতাব্দীর মহান মোজাদ্দেদ অলিয়েকামেল পীরে মোকাম্মেল হযরত কেবলা শাহ্ আহ্সানুল্লাহ (রহঃ) এর ১৫২তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ মোবারকে অদ্য শুক্রবার ফজরবাদ আখেরী মোনাজাত পরিচালনা করেন এশীয়া মহাদেশের প্রক্ষাত অলিয়ে কামেল, পীরে মোকাম্মেল, মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানীত সভাপতি নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনশীন পীরসাহেব আলহাজ্ব শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃজিঃআঃ)

হুজুর কেবলা মোনাজাতের মাধ্যমে দেশের সকল জেলা থেকে আগত মশুরীখোলা দরবার শরীফের ভক্তবৃন্দের ভবিষ্যৎ উজ্জ্বল ও দীর্ঘায়ু কামনাসহ বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য মহান আল্লাহর নিকট রহমত কামনা করেন। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. ইমরান হোসেন, মশুরীখোলা আঞ্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুমিল্লার নূর মানিকচর দরবার শরীফের গদ্দিনশীন শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব, ঘরগাঁও পাকদরবার শরীফের পীরসাহেব আলহাজ্ব মোর্শেদ কামাল, বেতাগী দরবার শরীফের পীরসাহেব, নীজ পানুয়া দরবার শরীফের পীরসাহেব, মাওলানা জুনাঈদসহ বাংলাদেশের সকল জেলা হইতে আগত মশুরীখোলা দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে