পরকীয়া প্রেমের শাস্তি এবং ভারপ্রাপ্ত পদবির মেয়াদ প্রদানের দাবি সহ চলমান মাদক বিরোধী ক্যাম্পেইনে ফান্ড সংকট

0
99

নিজস্ব প্রতিনিধি:আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও লং মার্চ ক্যাম্পেইনের উদ্বোধক মুরাদ ভূঁইয়া বলেন, অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে এসেছি, কত কাজ করতে হবে! বাংলাদেশ আমাকে কি দিলো সেটা না ভেবে, জন্মভূমির ঋণ শোধ করতে, জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে; যাতে মৃত্যুর পর বিশ্ববাসী আজীবন স্মরণ রাখে!পরকীয়ার বলি এতিমদের আর্তনাদ ও করোনা মহামারী ঠেকাতে পরকীয়া প্রেমের শাস্তি সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত পদবির মেয়াদ চাই। অন্যথায় উভয় ইস্যুতে মহামান্য হাইকোর্টে জনস্বার্থে রিট তথা মামলা করবো ইনশাআল্লাহ্।

মার্চ উদ্বোধনী:চলমান মাদক বিরোধী ক্যাম্পেইনে ফান্ড সংকট উত্তোরণে লং মার্চ (পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ৯১৭ কিঃ মিঃ) উদ্বোধন করা হয়।সারডা সোসাইটি’র ২ দশক বর্ষপূর্তি উপলক্ষে, চলমান মাদক বিরোধী ক্যাম্পেইনে ফান্ড সংকট উত্তোরণে; মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সকল ডিসি, সিইও এবং ইউএনও মহোদয় সহ দেশবরেণ্য ৪০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্য সাক্ষাৎ প্রার্থী।অবস্থান কর্মসূচিতে উদ্বোধক ছিলেন, মুঃ আ র মুরাদ ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সারডা সোসাইটি; জনস্বার্থে রিট’কারী (ইন-পারসন), মহামান্য হাইকোর্ট।

সিগারেটের প্যাকেটে ছবির রূপকার এবং নিখোঁজ শিশু ও বেওয়ারিশ লাশ সনাক্তকরণে ঘওউ’র মত জন্ম নিবন্ধনে বাধ্যতামূলক ফিঙ্গারপ্রিন্টের রুলের রিট’কারী)সদস্য, টাস্কফোর্স কমিটি, নরসিংদী ও ঢাকা; সদস্য, উপজেলা দুপ্রক, দুর্নীতি দমন কমিশন- দুদকমানবাধিকার সংগঠন সারডা সোসাইটি হলো, সিগারেটের প্যাকেটে ছবির রূপকার (রিট: ৩৬৫৮/২০১১, দৈনিক মানবজমিন- ২৫ মে, ২০১১) এবং নিখোঁজ শিশু ও বেওয়ারিশ লাশ সনাক্তকরণে ঘওউ’র মত জন্ম নিবন্ধনে বাধ্যতামূলক ফিঙ্গারপ্রিন্টের রুলের রিট’কারী (রিট: ৩৬৪০/২০২০, দৈনিক কালের কন্ঠ- ১৫ জানুয়ারি, ২০২১), মানবাধিকার সংগঠন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে