নিজস্ব প্রতিনিধি:আশার প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ সফিকুল হক চৌধুরীর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত অফিকুল হক চৌধুরী স্মারকাস্থ এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান আজ ১২ ফেব্রুয়ারি ২০২২ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব সালেহউদ্দীন আহমেদ ও ড. আতিউর রহমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্রিটিশ ক্ষুদ্রঋণ অর্থায়ন বিশেষজ্ঞ নি. স্টুয়ার্ট রাদারফোর্ড, ফিলিপাইনের কার্ড ব্যাংকের চেয়ারম্যান ড. এ বি আলিশ এবং মি. ডার্ক ব্রাউয়ার, সিইও, আশা ইন্টারন্যাশনাল পিএমনি। আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সফিকুল হক চৌধুরী স্মারকগ্রন্থে আশার প্রতিষ্ঠাতার জীবন ও কর্ম এবং বাংলাদেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের অতীত ও বর্তমানের অনেক অজানা বিষয় উঠে এসেছে।
গ্রন্থটিতে দেশ ও বিদেশের বহু যশস্বী ব্যক্তি, খ্যাতিমান মানুষ ছাড়াও প্রয়াত মোঃ সফিকুল হক চৌধুরীর সতীর্ঘ, বন্ধু, অনুরাগী ও বহুদিনের সহকর্মীর দেখা স্থান পেয়েছে। লেখকগণ অভান্ত সাবলীল ভাষায় নানা প্রেক্ষিত থেকে বাংলাদেশে দারিদ্র্য নিরসন এবং পশ্চাৎপদ মানুষদের জীবনমানের উন্নয়নে মোঃ সফিকুল হক চৌধুরীর সাধনা ও প্রয়াস তুলে ধরার চেষ্টা করেছেন। খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘প্রথমা প্রকাশন’ গ্রন্থটি প্রকাশ করেছে।