দেশে চলমান পরিস্থিতিতে বিভিন্ন মহলে আতঙ্ক বিরাজ করছে, এথেকে উত্তরনের উপায় এবং এলক্ষ্যে কর্মসূচী ঘোষনায় ইসলামী সমাজের উদ্যোগে গুরুত্বপূর্ন আলোচনা সভা

0
117

নিজস্ব প্রতিনিধি:-ইসলামী সমাজের আমীর, হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, করোনা ও ওমিক্রনের সংক্রমন বৃদ্ধির প্রেক্ষিতে এবং দেশে সরকার ও সরকার বিরোধী জোট সমূহের নেতা-নেত্রীদের রাজনীতির নামে দুর্নীতির কারণে বিভিন্ন মহলে আতঙ্ক বিরাজ করছে। সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মেনে মানব রচিত ব্যবস্থার আইন-বিধান পালনের মাধ্যমে মানুষের দাসত্ব ও আনুগত্য করা আল্লাহর সাথে সুস্পষ্ট “কুফর ও শিরক” একথার উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান বিশ্বের প্রতিটি রাষ্ট্রের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় কোন না কোন মানবরচিত ব্যবস্থা মেনে চলার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফর ও শিরকে লিপ্ত আছে বিধায়; করোনা ও ওমিক্রনের আক্রমণ জনিত মহামারীসহ আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্ন রকমের আযাব-গজবের শিকার হয়ে আতঙ্কিত অবস্থায় বিশ্বের মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে এবং তাদের আখিরাতের জীবনও ধ্বংস হচ্ছে।“ইসলামী সমাজ” ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল জনাব মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় আজ ২৩ জানুয়ারি ২০২২; রবিবার সকাল ১১ টায় রাজধানী ঢাকা’র বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন হলে “দেশে চলমান পরিস্থিতিতে বিভিন্ন আতঙ্ক বিরাজ করছে, এ থেকে উত্তরণের উপায় এবং কর্মসূচি ঘোষণার লক্ষ্যে “গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বিভিন্ন মহলে বিরাজমান আতঙ্ক, করোনা ও ওমিক্রনের আক্রমণ জনিত মহামারীসহ সকল প্রকার আযাব-গজব এবং আখিরাতের জীবনে মহাক্ষতি (ধ্বংস) থেকে বাঁচতে হলে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে-০১) সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মানুষের ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা করতে হবে “রাব্বুনাল্লাহু বা আল্লাহু আকবার”।০২) সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব ও আনুগত্য মানুষের এবং গাইরুল্লাহর উপাসনা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে সাক্ষ্য ও অঙ্গিকার করতে হবে- আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু।০৩) সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আনুগত্য অনুসরণ ও অনুকরণ মানুষের মনগড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুরসণ ও অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এরগ্রহণ করে সাক্ষ্য ও অঙ্গিকার করতে হবে- আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।

০৪) আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বের আনুগত্যে আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে নিজেদের সময় এবং অর্থ কুরবানী করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী,নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করতে হবে।০৫) সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর ও তাঁরই নিকট সাহায্য প্রার্থণা করতে হবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এসব বিষয়গুলো গ্রহণ ও মেনে চলার মধ্যেই কল্যাণ ও মুক্তি, এ লক্ষ্যেই “ইসলামী সমাজ” সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গীতৎপরতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতের জীবনে চির সুখের স্থান জান্নাত লাভের নিমিত্তে দল-মত নির্বিশেষে সকলকে তিনি প্রতিষ্ঠার ঈমানী,নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছে। ইসলাম’ প্রতিষ্ঠায় “ইসলামী সমাজে” শামিল হয়ে ঈমানী ও নৈতিক দায়িত্ব পালনের আহবান জানান।অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’প্রতিষ্ঠার লক্ষ্যে “ইসলামী সমাজ” গৃহিত কতিপয় শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে