বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য এ র্যালি বের করা হবে।
সিসিকের জনসংযোগ শাখা জানিয়েছে, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নগরীর রবীন্দ্র অনুরাগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র্যালিতে অংশগ্রহন করবেন।
এতে নগরীর সকল রবীন্দ্র অনুরাগীদের র্যালিতে অংশগ্রহন করতে অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।